সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | চিকিৎসায় 'গাফিলতিতে' প্রসূতির মৃত্যু, উত্তেজনা জঙ্গিপুরের হাসপাতালে

Pallabi Ghosh | ০৯ অক্টোবর ২০২৪ ১১ : ১৮Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসায় গাফিলতির কারণে এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ওই মহিলার মৃত্যুর পর তাঁর বাড়ির লোকজন হাসপাতালে ব্যাপক বিক্ষোভ দেখান এবং হাসপাতাল ভাঙচুরের চেষ্টা করেন। রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল সূত্রে জানা গেছে মৃত ওই মহিলার নাম শিল্পা খাতুন (২২)। তাঁর বাড়ির রঘুনাথগঞ্জ থানার কাশিয়াডাঙ্গা-দিঘিরপাড় এলাকায়। 

 

মঙ্গলবার দুপুরে প্রসব যন্ত্রণা নিয়ে শিল্পা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। গতকাল রাতে সিজার করে তাঁর একটি কন্যাসন্তানের জন্ম হয়। অপারেশনের পর ওই মহিলার অবস্থার অবনতি হতে থাকলেও অভিযোগ তার ঠিকমতো চিকিৎসা হয়নি। বুধবার ভোর চারটে নাগাদ শিল্পার মৃত্যু হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁর পরিজনরা। 

 

পিয়ারুল শেখ নামে মৃতার এক আত্মীয় বলেন, 'কন্যাসন্তানের জন্ম হওয়ার পর থেকেই শিল্পার অবস্থার অবনতি হতে থাকে। সেই সময় কোনও ডাক্তার তাঁকে দেখতে আসেননি। একজন নার্সিং স্টাফ বারবার তাঁর পেটে চাপ দিয়ে রক্ত বার করতে থাকে। এর ফলে সিজারের পর শিল্পার পেটে করা সেলাই দু'বার ছিঁড়ে যায়।' 

 

মৃতার পরিবারের অভিযোগ -শিল্পার পেটের সেলাই ছিঁড়ে যাওয়ার পর নতুন করে তা করার জন্য হাসপাতাল থেকে সুতো পাওয়া যায়নি। হাসপাতালের বাইরের দোকান থেকে তাদেরকে সুতো কিনে দিতে হয় এবং তারপর তাঁর পেটে দু'বার নতুন করে সেলাই করা হয়। 

 

পিয়ারুল অভিযোগ করেন, 'নার্সদের গাফিলতির কারণেই শিল্পার পেটের সেলাই ছিঁড়ে যায়। সেই সময় তাঁর অবস্থার অবনতি হতে থাকলে হাসপাতাল থেকে আমাদেরকে রক্তের ব্যবস্থা করতে বলা হয়। হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে আমরা কোনও রক্ত পাইনি। হাসপাতালে সামনের একটি দোকান থেকে আমাদেরকে টাকা দিয়ে দু'ইউনিট রক্ত কিনতে হয়। শিল্পার মৃত্যুর পর আমরা জানতে পারি সেই রক্ত ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ বিনা চিকিৎসায় আমাদের পরিবারের সদস্যার মৃত্যু হয়েছে। ডাক্তার এবং নার্সদের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ জানাতে চলেছি।' 

 

মৃতার পরিবারের আরও অভিযোগ-শিল্পার মৃত্যুর পর নিজেদের 'দোষ' আড়াল করার জন্য নার্সরা স্যালাইন চালু করে দেয়। এর পাশাপাশি শিল্পার সন্তানের মুখ দেখানোর জন্য তাদের কাছ থেকে ৪০০ টাকা নেওয়া হয়েছিল বলেও অভিযোগ জানিয়েছে মৃতার পরিবার। জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন -গোটা ঘটনার তদন্ত করা হবে।


#Murshidabad# West Bengal# Crime News



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ভারতীয় নাগরিককে বাবা পরিচয় দিয়ে বাগদায় বাংলাদেশি অনুপ্রবেশকারী! হানা দিতেই পুলিশের জালে ২ ...

নদী ও সমুদ্রবক্ষে কড়া নজরদারি, থাকছে বিপুল সংখ্যক পুলিশ, গঙ্গাসাগর মেলায় আঁটোসাঁটো নিরাপত্তা       ...

রবিবার গভীর রাতে মুর্শিদাবাদে অভিযান চালাল রাজ্য ও অসম পুলিশের এসটিএফ, 'আটক'  দুই সন্দেহভাজন...

নতুন বছরের প্রথম সপ্তাহেই পশ্চিমী ঝঞ্ঝার কোপ! রাজ্যে শীত জাঁকিয়ে পড়বে কবে? ...

রেলে কর্মরত, নাইট ডিউটি সেরে ঘরে ফিরে স্ত্রীর কাণ্ডে হতবাক স্বামী ...

৯৪ বছরে পদার্পণ বালি ব্রিজের, কেক কেটে বেলুন দিয়ে সাজিয়ে পালিত হল জন্মদিন...

শুভেন্দু গড়ে ভাঙন! নন্দীগ্রামে সদলবলে বিজেপি-ত্যাগ দুই নেতার...

ব্যবসার আড়ালে অন্য কারবার! পুলিশকে চিঠি বনগাঁর পুরপ্রধানের...

বাঘিনী জিনাতকে ফাঁদে পড়ল ডোরাকাটা হায়না, রঘুনাথপুরে চাঞ্চল্য  ...

অনুপ্রবেশ রুখতে জোর দেওয়া হোক পাসপোর্ট ভেরিফিকেশনে, সাংবাদিক সম্মেলনে কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজির...

পুর এলাকায় জলের ঘাটতি খুঁজতে গিয়ে, হাতেনাতে অবৈধ জলের কারবার ধরলেন স্বয়ং পুরপ্রধান...

শনিবার শেষ হচ্ছে পৌষ মেলা, মেলায় কতজন গ্রেপ্তার হল জানেন? ...

বচসার জেরে চলন্ত বাসের স্টিয়ারিং ঘুরিয়ে দিল অন্য বাসের চালক, ভয়াবহ দুর্ঘটনা ইসলামপুরে...

কালিম্পংয়ে অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক বাড়ি ও দোকান, দমকল ও সেনার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে...

জিনাতের পাশাপাশি বাড়তি মাথাব্যাথা এবার দলমার দামালরা, সতর্ক বনদপ্তর...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



10 24